ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ঠাকুরের পরিবর্তে প্রথম দুই ওয়ানডেতে উমেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
ঠাকুরের পরিবর্তে প্রথম দুই ওয়ানডেতে উমেশ উমেশ যাদব-ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ছিটকে গেলেন পেসার শারদুল ঠাকুর। তার পরিবর্তে প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের এই দলে নেওয়া হয়েছে উমেশ যাদবকে। আগামী ২৪ অক্টোবর গৌহাটিতে প্রথম ওয়ানডে শুরু হবে।

এর আগে হায়দ্রাবাদে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছিল ঠাকুরের। তবে মাত্র ১০ বল করেই ইনজুরিতে পড়ে যান তিনি।

ম্যাচে আর ফিরতে পারেননি। এবার ওয়ানডে সিরিজও গেল।

এদিকে সেই টেস্টেই ক্যারিয়ার সেরা ১০ উইকেট পেয়েছিলেন উমেশ। ফলে নির্বাচকরা তার দিকে মুখ ফিরিয়েছেন।

ভারত স্কোয়াড (প্রথম দুটি ওয়ানডে): বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রায়দু, মানিশ পান্ডে, মাহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), ঋষভ প্যান্ত, রবিন্দ্র জাদেজা, যুজভেন্দ্র চাহাল, কুলদিপ যাদব, মোহাম্মদ শামি, খলিল আহমেদ, উমেশ যাদব।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।