ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রাজনীতিতে যোগ দিলেন শামি পত্নী হাসিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
রাজনীতিতে যোগ দিলেন শামি পত্নী হাসিন রাজনীতিতে যোগ দিলেন শামি পত্নী হাসিন। ছবি: সংগৃহীত

হাসিন জাহান নামটি ভারতীয় সংবাদ মাধ্যমে বেশ আলোচিত। ভারতের জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। তাদের সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। তবে সেসব পেছনে ফেলে এবার নতুন করে আলোচনায় এলেন হাসিন।

ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, মঙ্গলবার (১৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেসে যোগ দেন হাসিন। এদিন মুম্বাই কংগ্রেস কমিটির সভাপতি সঞ্জয় নিরুপম ফুল দিকে তাকে দলে অভ্যর্থনা জানান।

হাসিনের এই রাজনীতিতে যোগ দেওয়া অবাক করেছে অনেককেই। কারণ এর আগে এমন কোনো আভাসই দেননি তিনি।

রাজনীতিতে যোগ দিলেন শামি পত্নী হাসিন

এর আগে স্বামী মোহাম্মদ শামি এবং তার পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বেশ সমালোচিত হন হাসিন। হত্যার চেষ্টা এবং শ্লীলতাহানির মতো অভিযোগে কলকাতা থানায়ও হাজিরা দিতে হচ্ছে সামি ও তার ভাইকে। এছাড়া মামলায় তিনি শামির কাছে ভরণপোষণ বাবদ মাসে ১০ লাখ রুপি দাবী করেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।