গেল মাসে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে জিম্বাবুয়ে দলটির অবস্থা সেই আহত পশুর মতোই। পূর্ণাঙ্গ সিরিজে তারা একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি।
‘দক্ষিণ আফ্রিকা সফরে জিম্বাবুয়ে জয়ের দেখা পায়নি। কোন দলেরই এটা ভাল লাগার কথা নয়। আমি আশা করি তারা একটি পশুর মতোই সিরিজটিতে খেলবে। যেহেতু দক্ষিণ আফ্রিকায় গিয়ে তারা বাজেভাবে হেরেছে অতএব এখানে তারা ঘুরে দাঁড়াতে চাইবেই। তাই আমাদের সেরা খেলাটিই খেলতে হবে। ’
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোডস একথা বলেন।
চোটের কারণে সিরিজটিতে খেলতে পারছেন না বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ সদস্য সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কিন্তু তাতে মোটেও বিচলিত নন প্রধান কোচ। বরং বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।
বলেন, ‘বিষয়টিকে আমি ইতিবাচকভাবেই দেখছি। এটা অন্যদের জন্য সুযোগ। যদি তারা সুযোগটি লুফে নিতে পারে তাহলে আমাদের দলের পারঙ্গমতা প্রকাশ পাবে। দলের মধ্যে জায়গার প্রতিযোগিতা থাকলে সেটা নিতে সবাই প্রতিদ্বন্দ্বিতা করবে। এটি একটি স্বাস্থ্যসম্মত প্রতিযোগিতার বিষয়। ’
২১ অক্টোবর মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে।
সিরিজের শেষ দুটি ওয়ানডে গড়াবে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রতিটি ওয়ানডে ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এইচএল/এমকেএম