ম্যাচের তৃতীয় দিন শেষে বাংলাদেশের যুবারা ৩৯ রানের লিড নেয়। হাতে আছে ৯ উইকেট।
এর আগে বাংলাদেশের করা ৩০৯ রানের জবাবে ২৮৮ রানে অল আউট হয় স্বাগতিক শ্রীলঙ্কা।
তৃতীয় দিনেই ৯ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। করতে পারে ২২৩ রান। ২১ রানের লিড পায় বাংলাদেশ। লঙ্কানদের পক্ষে সোনাল দিনুশা করেন সেঞ্চুরি। ২০২ বল খেলে করেন ১০০ রান।
টাইগার যুবাদের পক্ষে ৩টি করে উইকেট নেন অধিনায়ক তৌহিদ হৃদয় ও রাকিবুল হাসান। এছাড়া দুটি করে উইকেট নেন শরীফুল ইসলাম ও শাহীন আলম।
তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ৯ ওভারে ১৮ রান তুলতেই ওপেনার তানজিদ হাসানের উইকেট হারায়।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এমকেএম