ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতীয়রাই বেশি ফিক্সিং করে, মত আইসিসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
ভারতীয়রাই বেশি ফিক্সিং করে, মত আইসিসির অ্যালেক্স মার্শাল। ছবি: সংগৃহীত

ফিক্সিং বন্ধে বেশ কিছু দিন ধরেই কঠোর হয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। কিন্তু তবুও যেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। খেলার সততা বিনষ্ট নিয়ে বেশ চিন্তিত এই সংস্থাটি। তবে আগের তুলনায় আইসিসির কড়া নজরদারিতে কিছুটা হলেও কমেছে এই ফিক্সিং। আর আইসিসির এই নজরদারিতে উঠে এসেছে অবাক করা এক তথ্য।

আইসিসির এন্টি করাপশন ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট 'ইএসপিএন ক্রিকইনফো'কে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই অবাক করা তথ্য। আইসিসির মতে, সারা বিশ্বেই কম বেশি যত ফিক্সিং হয় সেগুলোর বেশিরভাগই করে থাকে ভারতীয় জুয়াড়িরা।

 

এক প্রশ্নের জবাবে মার্শাল বলেন, ‘শ্রীলঙ্কায় জুয়াড়িরা স্থানীয় এবং ভারতীয়ই হয় বেশি। আর আপনি যদি সারাবিশ্বের কথা বলেন তাহলে বেশির ভাগ দুর্নীতিবাজ জুয়াড়িরাই ভারতীয়। ’

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।