ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সিনিয়র-জুনিয়র’ তত্ত্বে বিশ্বাসী নন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
‘সিনিয়র-জুনিয়র’ তত্ত্বে বিশ্বাসী নন সাকিব সাকিব আল হাসান। ফাইল ছবি: শোয়েব মিথুন

নয় মাস পর নিজেদের মাটিতে খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। তবে দলে নেই তামিম ইকবাল-সাকিব আল হাসানের মতো গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু যারা আছে তাদের নিয়েই প্রতিপক্ষের মোকাবেলায় প্রস্তুত মাশরাফি বিন মর্তুজার দল। আর এই দল নিয়ে আশাবাদী সাকিবও।

সিনিয়র দুই সদস্য না থাকায় জুনিয়রদের দায়িত্ব অনেক। তবে এখানে বড় একটি আপত্তি সাকিবের।

তার মতে, দলে সিনিয়র-জুনিয়র কেনো থাকবে? যোগ্যতা দিয়েই সবাই দলে এসেছেন।

শনিবার (২০ অক্টোবর) রাজধানীর লা-মেরেডিয়ান হোটেলে একটি অনুষ্ঠানে উপস্থিত হন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। আর সেখানেই তিনি বলেন, ‘আমার কাছে জুনিয়র-সিনিয়র শব্দই পছন্দ হয় না। যারা দলে আছে তারা সবাই (ভালো) খেলার সামর্থ্য রাখে। তা না হলে তারা দলে থাকত না। এখানে সিনিয়র-জুনিয়রের কতটুকু দায়িত্ব, এমন কোনো বিষয় নেই। সবার একটাই দায়িত্ব কীভাবে দলের হয়ে ম্যাচটা জেতা যায়। সেই চেষ্টা সবাই করবে। কোনো দিন দুই-তিনজন ভালো খেলবে। কোনো দিন চার-পাঁচজন ভালো করবে। একটা ম্যাচে ১১ জনেরই ভালো খেলা কঠিন। সেটা যদি খেলে তাহলে বাংলাদেশ সব ম্যাচ জিততে পারবে। ’

শুধু ইনজুরি নয়, যেকোনো ক্রিকেটারই দল থেকে বাদ পড়তে পারেন। এনিয়ে খুব বেশি আলোচনাও পছন্দ নয় টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের। বলেন, ‘যারা দলে থাকে ভালো করে দলে আসে। আর যারা দলে থাকে না তারা একটু খারাপ খেলায় বাদ পড়ে। তার মানে এই না যে দলে থাকে না সে খেলোয়াড় হিসেবে খারাপ; আবার যে দলে আছে সে খেলোয়াড় হিসেবে ভালো। যখন যার সুযোগ আসবে সে অবশ্যই চেষ্টা করবে যেন ভালো করতে পারে। দলের হয়ে অবদান রাখতে পারে। এটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত খেলোয়াড়ের। যারা সুযোগ পাচ্ছে না তাদেরও চেষ্টা থাকবে ভালো করার, ছন্দটা সব সময় ধরে রাখার চেষ্টা করা। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে। ’

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।