ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইমরুলের ঝড়ো ফিফটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
ইমরুলের ঝড়ো ফিফটি ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন ইমরুল

ভালো ব্যাটিংয়ের ধারাবাহিকতা বজায় রেখে আরও একবার ফিফটি তুলে নিলেন বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস।

২৮৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ওপেনার লিটন দাসের ইনিংসের প্রথম বলেই বিদায় নেওয়ার পর গুটিয়ে না গিয়ে পাল্টা আক্রমণাত্বক ব্যাটিংয়ের পথ বেছে নেন ইমরুল। তাতে তিনি সফলও হয়েছেন দারুনভাবে।

৪১ বলে ৮ চারে সাজানো তার ইনিংসটি দলকে দারুন শুরু এনে দিয়েছে। সঙ্গী সৌম্য ৪১ রান নিয়ে দারুন সঙ্গ দিচ্ছেন। এই দুজনের ব্যাটে ভর করেই ১৩.৩ ওভারে ৯৫ সংগ্রহ করেছে বাংলাদেশ।

উল্লেখ্য, এই সিরিজের তিন ম্যাচে ইমরুলের রান যথাক্রমে ১৪৪, ৯০, ৬১*।  আজকের ম্যাচে ৭৯ রান করলেই তামিমকে (৩১২ রান) ছাড়িয়ে বাংলাদেশের হয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন ইমরুল।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।