ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ছক্কা মেরে ফিফটি ছুঁলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
ছক্কা মেরে ফিফটি ছুঁলেন সৌম্য ইমরুলের পর ফিফটি তুলে নিয়েছেন সৌম্য

জিম্বাবুয়ের স্পিনার শন উইলিয়ামসের করা ইনিংসের ২০তম ওভারের দ্বিতীয় বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ফিফটি তুলে নিয়েছেন সৌম্য সরকার। ৫৪ বল খেলে ৫ চার ও ১ ছক্কায় এই ইনিংস সাজিয়েছেন তিনি।

জিম্বাবুয়ের দেওয়া ২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু এরপর ব্যাট হাতে ঝড় তোলেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার।

এর মাঝে ঝড়ো ব্যাটিংয়ে ৪১ বলে ৮ চারে ফিফটি তুলে নিয়েছেন ইমরুল কায়েসও।  

এই রিপোর্ট লেখা পর্যন্ত দুজনের ব্যাটে ভর করে ২২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৬৯ বলে ৭১ রানে অপরাজিত আছেন ইমরুল আর ৬২ বলে ৬২ রান করে অপরাজিত সৌম্য।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।