ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তিন ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি ইমরুলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
তিন ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি ইমরুলের ইমরুল কায়েস। ছবি: উজ্জ্বল ধর

অবিশ্বাস্য ফর্মে আছেন টাইগার ওপেনার ইমরুল কায়েস। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ৯৯ বলে ৯ চার আর ১ ছক্কায় সাজানো সেঞ্চুরিটি ওয়ানডেতে তার চতুর্থ। এই নিয়ে চলতি সিরিজের তিন ম্যাচে তার রান হলো যথাক্রমে ১৪৪, ৯০ ও ১০০ (অপরাজিত)।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।