ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শেষ ম্যাচ হেরে সিরিজ খোয়ালো যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
শেষ ম্যাচ হেরে সিরিজ খোয়ালো যুবারা ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে হেরে ২-১ ব্যবধানে সিরিজ খোয়ালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শেষ ম্যাচে বৃষ্টি আইনে ১৯ রানে হারে টাইগার যুবারা। সিরিজের প্রথম ও চতুর্থ ম্যাচটি বৃষ্টি কারণে পরিত্যক্ত হয়েছিল।

কাতুনায়েকে মিশরার ৮৩ রানে ভর করে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২০৫ রান করে।

বাংলাদেশি বোলার সাজ্জাদ সর্বোচ্চ ২টি উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে ২১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮০ রান করে সফরকারী বাংলাদেশ যুবারা। এরপরই বৃষ্টি হানা দেয়। পরে বৃষ্টির আর না থামলে ডার্কওয়ার্থ-লুইস মেথডে ১৯ রানে হার মানে লাল-সবুজরা।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।