ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চার মেরে মুমিনুলের ‘লাকি সেভেন’ সেঞ্চুরি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
চার মেরে মুমিনুলের ‘লাকি সেভেন’ সেঞ্চুরি চার মেরে মুমিনুলের ‘লাকি সেভেন’ সেঞ্চুরি-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ দিয়ে সাদা পোশাকে লাকি সেভেন সেঞ্চুরির দেখা পেলেন টাইগার টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। ঢাকা টেস্টের প্রথম দিনের শুরুতে হ্যামিল্টন মাসাকাদজাদের বোলিং তোপে গোটা টাইগার শিবির যখন ব্যাকফুটে ঠিক তখন নান্দনিক ব্যাটে দলের হাল ধরেন মুমিনুল।

মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে প্রথম দিনের প্রথম সেশনে দলীয় ২৬ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে এনে দেন স্বস্তি।

রোববার (১১ নভেম্বর) মিরপুর শের ই বাংলায় প্রথম দিনের দ্বিতীয়  সেশনে সিকান্দার রাজাকে ৪ মেরে সেঞ্চুরি তুলে নেন প্রিন্স অব কক্সবাজার।

এই শতক সংগ্রহে তিনি খেলেছেন ১৫০ টি বল। যেখানে ১২টি চারের মার ছিলো।

টেস্টে মুমিনুল প্রথম সেঞ্চুরির দেখা পেযেছিলেন ২০১৩ সালের ৯ অক্টোবর। চট্টগ্রামে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ১৮১ রানের ইনিংস।

দ্বিতীয় সেঞ্চুরিটি এসেছে একই বছরের ২১ অক্টোবর। কিউদের বিপক্ষে মিরপুর শের ই বাংলায় দৃঢ় ব্যাটে তুলে নেন অপরাজিত ১২৬ রান। তৃতীয় সেঞ্চুরিটি করেছিলেন ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি। লাকি ভেন্যু চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন অপরাজিত ১০০ রান। চতুর্থ শতকের দেখা পেয়েছিলেন একই বছরের ১২ নভেম্বর। ভেন্যু সেই চট্টগ্রাম।

জিম্বাবুয়েরর বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ারের তৃতীয় সর্বোচ্চ অপরাজিত ১৩১ রানের ইনিংস। ৫ম ও ৬ষষ্ঠ সেঞ্চুরি করেছিলেন ব্যাক টু ব্যাক। চলতি বছরের ৩১ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ১০৫ ও ১৭৬ রানের ঝাঁঝালো ইনিংস।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।