ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চতুর্থ উইকেট জুটিতে মুমিনুল-মুশফিকের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
চতুর্থ উইকেট জুটিতে মুমিনুল-মুশফিকের রেকর্ড ঢাকা টেস্ট। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

২৬ রানে নেই বাংলাদেশের তিন উইকেট। সেখান থেকে দলকে টেনে নিয়ে গেছেন ২২০ রানের নির্ভরশীল একটি স্কোরে। আর এই স্কোরের পেছনে এক কথায় পুরোটা অবদান মুমিনুল হক ও মুশফিকুর রহিমের। আর তাদের ব্যাটে ভর করেই এলো বাংলাদেশের চতুর্থ উইকেটের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলতি জিম্বাবুয়ে-বাংলাদেশ টেস্ট ম্যাচে মুমিনুল-মুশফিকের ব্যাট থেকে আসা এখন পর্যন্ত ১৯১ রানের জুটিই বাংলাদেশের সর্বোচ্চ চতুর্থ রানের জুটি। তাদের আগে এই রেকর্ডের মালিক ছিলেন মুমিনুল ও লিটন দাস।

তাদের রান ছিল ১৮০। চলতি বছরেই শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে এই রান তোলেন তারা।

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

এছাড়া ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৭ রান আছে সাকিব আল হাসান ও নাইম ইসলামের, ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিব-তামিমের ১৫৫ রানের জুটি আছে বাংলাদেশের হয়ে।

তবে বিশ্ব ক্রিকেটে চতুর্থ উইকেটের রেকর্ডের মালিক অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ২০১৫ সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাডাম ভোজেস ও শন মার্শের ৪৪৯ রানের জুটিটিই সব চেয়ে বেশি রানের চতুর্থ রানের জুটি।

মুমিনুল অপরাজিত আছেন ১২০ ও মুশফিক তাকে সঙ্গ দিচ্ছেন ৭৯ রানে।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।