ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অবশেষে রাজশাহী কিংসে শাহরিয়ার নাফিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
অবশেষে রাজশাহী কিংসে শাহরিয়ার নাফিস শাহরিয়ার নাফিস। ছবি: সংগৃহীত

সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে অবিক্রিত থেকে যান অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। তবে নাফিস সমর্থকদের জন্য সুখবর নিয়ে এলো রাজশাহী কিংস।

বাংলাদেশ ক্রিকেটের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক নাফিসকে দলে ভেড়ানোর এই সুখবরটি নিজেরাই নিশ্চিত করে রাজশাহী। গেলো বছর রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতানো এই বাঁহাতি ওপেনারকে এবার নিজেদের দলে ভিড়িয়ে রোববার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজেদের অফিশিয়াল পেজে একটি পোস্ট দেয় রাজশাহী।

 

পোস্টে তারা লেখে, ‘তিনি টাইগারদের প্রথম টি-২০ ম্যাচের অধিনায়কত্ব করেন। তার সময়ে তিনিই ছিলেন সেরা এবং এখনও তিনি তাই আছেন। তিই এমন একজন ব্যাটসম্যান যার উপরে তার দল ভরসা করতে পারে। তিনি অভিজ্ঞ। তিনি ভরসাকারী। প্রিয় সুধী, আমাদের রাজ্যে শাহরিয়ার নাফিসে স্বাগতম। ’

বিপিএলে দল পাওয়া প্রসঙ্গে নাফিস নিজেও তার ফেসবুকে লেখেন, ‘আল্লাহর উপর বিশ্বাস রাখো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, আল্লাহর উপর বিশ্বাস রাখো। আমি রাজশাহী কিংসকে ধন্যবাদ দিতে চাই, আমাকে তাদের অংশ হওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমার সকল সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ, আমার জন্য দোয়া করার জন্য। ’

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।