ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শেষ বলের রোমাঞ্চে ভারতের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
শেষ বলের রোমাঞ্চে ভারতের জয় ছবি: সংগৃহীত

শেষ ওভারে জয়ের জন্য ভারতের মাত্র ৫ রান দরকার। উইকেটে আছেন ইনফর্ম শিখর ধাওয়ান ও মানিশ পান্ডে। ফ্যাবিয়ান অ্যালেনের করা প্রথম তিন বলেই চার রান তুলে সমতা। কিন্তু ধাওয়ান চতুর্থ বল ডট দিয়ে পঞ্চম বলে আউট হলেই রোমাঞ্চ জাগে। আর শেষ বলে রান আউটের সুযোগ থাকলেও ওয়েস্ট ইন্ডিজের মিস ফিল্ডের কারণে এক রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন পান্ডে।

ক্যারিবীয়দের বিপক্ষে নিয়মরক্ষার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে প্রতিপক্ষকে হোয়াইওয়াশ করলো ভারত।

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮১ রান করে।

দলের হয়ে নিকোলাস পুরান ২৫ বলে ৪টি চার ও সমান ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন। ৪৩ রান করা ড্যারেন ব্রাভোও অপরাজিত থাকেন।

জবাবে শেষ বলের নাটকীয়তা ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বিরাট কোহলির বিশ্রামের কারণে রোহিত শর্মার নেতৃত্বে ভারত। ৬২ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ক্যারিয়ার সেরা ৯২ করেন ধাওয়ান। এছাড়া ৫টি চার ও ৩ ছক্কায় ৫৮ করেন ঋশভ প্যান্ত।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।