ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাদিয়া প্রমার সঙ্গে বিয়েবন্ধনে আবু হায়দার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
সাদিয়া প্রমার সঙ্গে বিয়েবন্ধনে আবু হায়দার বিয়েবন্ধনে জড়ালেন আবু হায়দার রনি ও সাদিয়া প্রমা। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় ক্রিকেট দলের পেসার আবু হায়দার রনির শহর নেত্রকোণায়-ই পৈতৃক নিবাস সাদিয়া প্রমার। আগে থেকেই দু’জন দু’জনকে চিনতেন এবং জানতেন। সেই চেনাজানাকেই অভিভাবকেরা রূপ দিলেন বৈবাহিক সম্পর্কে। প্রমার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়ে গেলেন আবু হায়দার।

গত ১৫ নভেম্বর ঢাকার একটি পার্টি সেন্টারে জাঁকালো আয়োজনের মধ্য দিয়ে প্রমাকে জীবনসঙ্গী করে নেন বাংলাদেশ ক্রিকেটের ২৩ বছর বয়সী এ উদীয়মান তারকা।  
আবু হায়দার রনি ও সাদিয়া প্রমাপ্রমা রাজধানীর একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ছেন।

বাংলানিউজের সঙ্গে আলাপকালে তার সঙ্গেই জীবনের বাকি পথ পাড়ি দেওয়ার ইচ্ছে জানান আবু হায়দার। তিনি বলেন, ‘ও ফ্যাশন ডিডাইনিংয়ে অনার্স পড়ছে। আগে থেকেই আমাদের মধ্যে জানাশোনা ছিলো। পরে পারিবারিকভাবে সব কিছু সম্পন্ন হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন। ’
 
জাতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে আবু হায়দার ক্যারিয়ার শুরু করেছেন ২০১৬ সালে। ওই বছরের ২০ জানুয়ারি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামেন এ বাঁহাতি পেসার।
 
ওয়ানডে অভিষেক হয়েছে গত ২৮ সেপ্টেম্বরেই। আবুধাবিতে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন প্রথম ম্যাচটি। এখনো সাদা জার্সি গায়ে মাঠে নামা হয়নি রনির।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এইচএল/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।