ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মধুর ‘প্রতিশোধের’ অপেক্ষায় বাংলাদেশ!

মিজানুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
মধুর ‘প্রতিশোধের’ অপেক্ষায় বাংলাদেশ! গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব আল হাসান। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারটা হয়েছে বাজে ভাবেই। দুই ম্যাচের সেই টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পাশাপাশি দলীয় সর্বনিম্ন রানের লজ্জা নিয়েই দেশে ফেরে টিম বাংলাদেশ।

পাঁচ মাস পর প্রতিপক্ষ আবারও সেই ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার খেলা হচ্ছে নিজেদের মাঠে।

টাইগারদের ‘লাকি গ্রাউন্ড’ হিসেবে পরিচিত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার ক্রেইগ ব্র্যাথওয়েটদের বিপক্ষে মাঠে নামছেন সাকিব-মুশফিকরা।

বাংলাদেশ কি পারবে ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে হারের বদলা নিতে? মধুর প্রতিশোধ নিতে ঠিক সময়ে জ্বলে উঠতে পারবেন মুস্তাফিজ, তাইজুল, সৌম্য, মাহমুদুল্লাহরা?

ম্যাচের আগে বুধবার (২১ নভেম্বর) গণমাধ্যমকর্মীদের এমন সব প্রশ্নের উত্তর দিলেন টাইগার দলপতি সাকিব নিজেই।  

‘র‌্যাংকিংয়ে দুই দলের পজিশন খুব কাছাকাছি। ওরা যেমন ওদের হোমে ভালো করেছে আমরাও তেমনি আমাদের হোমে ভালো খেলতে চাই। ব্যক্তিগতভাবে আমি আশাবাদী। আশা করি এই সিরিজে ভালো করার অত্মবিশ্বাস বা চেষ্টাটা সবার মধ্যেই আছে। ’

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।