ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

গ্যাব্রিয়েলের চতুর্থ শিকার হয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
গ্যাব্রিয়েলের চতুর্থ শিকার হয়ে ফিরলেন সাকিব সাকিব আল হাসান- ছবি: সংগৃহিত

টানা উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। মুমিনুল, মুশফিক, মাহমুদউল্লাহ’র পর বিদায় নিলেন সাকিব আল হাসানও। ইনিংসের ৬৪তম ওভারে শ্যানন গ্যাব্রিয়েলের লেন্থ বল পাঞ্চ করতে গিয়ে বল সাকিবের ব্যাটের কানায় লেগে স্ট্যাম্প উড়িয়ে দেয়। এই নিয়ে গ্যাব্রিয়েল এই ইনিংসে চার উইকেট পেলেন। ২ চারে ৩৪ রান করে দলের সপ্তম উইকেট হিসেবে বিদায় নিয়েছেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করেছে টাইগাররা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।