ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বড় সংগ্রহ নর্থ জোনের, ব্যর্থ সাব্বির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
বড় সংগ্রহ নর্থ জোনের, ব্যর্থ সাব্বির দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন নাঈম ইসলাম-ছবি: সংগৃহীত

দুই সেঞ্চুরিয়ান নাঈম ইসলাম ও জহুরুল ইসলামের ব্যাটে চড়ে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৫ রানের বিশাল সংগ্রহ পেয়েছে নর্থ জোন। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাব্বির রহমান। জবাবে ১২৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে ইস্ট জোন। হাতে ৬ উইকেট থাকলেও নর্থ জোনের চেয়ে তারা এখনও ৩২০ রানে পিছিয়ে আছে।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের ম্যাচে রাজশাহীতে বৃহস্পতিবার (২২ নভেম্বর) দ্বিতীয় দিনের খেলায় আগেরদিনের ২ উইকেটে ৩৩৫ রানের সঙ্গে ১১০ রান যোগ করতেই বাকি সব উইকেট হারিয়ে ফেলে নর্থ জোন। তবে এই রানও ইস্ট জোনের কাছে ধরাছোঁয়ার বাইরে মনে হচ্ছে।

দিনের শেষ ৩৬ ওভার ব্যাট করে ১২৫ রান সংগ্রহ করতেই ৪ উইকেট হারিয়ে বসেছে দলটি।

আগেরদিনের অপরাজিত সেঞ্চুরিয়ান নাঈম ও জহুরুল আজ বেশীক্ষণ টিকতে পারেননি। দিনের শুরুতেই সেঞ্চুরির সঙ্গে আর মাত্র ৪ রান যোগ করতেই ইস্ট জোনের বোলার আবু জায়েদের বলে উইকেটরক্ষক জাকির হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জহুরুল (১০৪)। এরপর ওপেনার মিজানুর (৯২) সঙ্গ দেন নাঈমকে। কিন্তু দলীয় ৩৭৮ রানে এনামুল হক জুনিয়রের শিকার হয়ে মিজানুর (৯২) ফিরে গেলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নর্থ জোন।

মিজানুরের পর মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে শুন্য রানে বিদায় নেন সাব্বির রহমান। দলীয় ৪০৪ রানে বিদায় নেন দলের সেরা স্কোরার নাঈম (১৩৭)। এরপর জিয়াউর রহমান (২৯) রানের চাকা সচল রাখেত সহায়তা করেন। কিন্তু আর কেউ দাঁড়াতে না পারায় ৪৪৫ রানেই সব উইকেট হারিয়ে বসে নর্থ জোন।  

বল হাতে ইস্ট জোনের হাসান মাহমুদ ৮৪ রান খরচে ৪ উইকেট তুলে নেন। ৩ উইকেট পকেটে পুরেছেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। ২ উইকেট পেয়েছেন আবি জায়েদ। বাকি ১ উইকেট সাইফউদ্দিনের।

জবাবে দুই ওপেনার রনি তালুকদার ও শামসুর রহমানের ব্যাটে শুরুটা ভালো হলেও দ্রুতই খেই হারিয়ে ফেলে ইস্ট জোন। দিনের শেষ উইকেট হিসেবে সাঞ্জামুলের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৫৪ রানের ইনিংস খেলেছেন রনি। আরেক ওপেনার শামসুর (২৪) সাঞ্জামুলের বলে বোল্ড হয়ে ফিরলে আর তেমন কেউ দাঁড়াতে পারেননি।  

বল হাতে ২টি করে উইকেট দখল করেছেন নর্থ জোনের ইবাদাত হোসেন ও সাঞ্জামুল ইসলাম।

এদিকে একইদিনে সিলেটে দ্বিতীয়দিনের মতো মুখোমুখি হয় সেন্ট্রাল জোন ও সাউথ জোন। আগেরদিন প্রথমে ব্যাট করে আব্দুল মাজিদের সেঞ্চুরির ইনিংসে ভর করে ২৮২ রানের সংগ্রহ পেয়েছিল সেন্ট্রাল জোন। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৮১ রানে গুটিয়ে যায় সাউথ জোন। আর দিনশেষে কোনো উইকেট না হারিয়ে ২ রান সংগ্রহ করে মোট ৩ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে সেন্ট্রাল জোন।

দ্বিতীয় দিনে ওপেনার শাহরিয়ার নাফিসের ৭১ রান আর ফজলে মাহমুদের ৯৪ রানের ইনিংসে ভর করে ২৮১ রানে থামে সাউথ জোনের প্রথম ইনিংস। এই দুজন ছাড়া সাউথ জোনের হয়ে বলার মতো রান পেয়েছেন শুধু টেল এন্ডার ব্যাটসম্যান রুবেল হোসেন (৩০)।

বল হাতে সেন্ট্রাল জোনের মোশাররফ হোসেন ৫৩ রান খরচে পেয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন রবিউল হক ও শহিদুল ইসলাম। আর ১টি করে উইকেট পেয়েছেন আবু হায়দার ও শুভাগত হোম।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।