ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে কুলদিপ যাদব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে কুলদিপ যাদব কুলদিপ যাদব-ছবি: সংগৃহীত

আসিসির টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছেন ভারতের স্পিনার কুলদিপ যাদব। এটাই তার ক্যারিয়ারের সেরা র‌্যাংকিং। ৭২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

সোমবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত র‌্যাংকিংয়ে আইসিসি তাদের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করেছে। ৭৯৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের শাদাব খান। এর পরেই রয়েছেন আরেক পাকিস্তানি ইমাদ ওয়াসিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করায় ৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ ধাপ এগিয়েছেন তিনি।

র‌্যাংকিংয়ের পাঁচ নম্বরে রয়েছেন আদিল রশিদ। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের অবস্থান অপরিবর্তীত রয়েছে। সাত নম্বরে অবস্থান সাকিবের। চার ধাপে এগিয়ে সেরা দশের দশ নম্বরে উঠে এসছেন কিউই পেসার মিচেল স্যান্টনার।

এছাড়া শাহীন আফ্রিদি, মরিস, ফেলুকয়ায়ো, হেন্ডরিক্স ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেছেন।

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে নেই কোনো পরিবর্তন। ৮৮৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তানের বাবর আজম, দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো। তার রেটিং পয়েন্ট ৮২৫। এরপরের অবস্থানগুলোতে রয়েছেন অ্যারন ফিঞ্চ, এভিন লুইস ও গ্লেন ম্যাক্সওয়েল।

৩৬২ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৩৮ রেটিং পয়েন্টে দ্বিতীয়তে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তিন নম্বরে রয়েছেন আফগান মোহাম্মদ নবী। ২৪০ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা।

এছাড়া টি-টোয়েন্টির দলীয় র‌্যাংকিংয়ে ১৩৫ রেটিং পেয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান। দ্বিতীয়তে রয়েছ ভারত। বাংলাদেশের অবস্থান দশ নম্বরে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতকে টপকে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ১৪ নম্বরে উঠে এসেছে নেপাল।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘন্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।