ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রুটের সেঞ্চুরিতে চালকের আসনে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
রুটের সেঞ্চুরিতে চালকের আসনে ইংল্যান্ড ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি করে অপরাজিত রয়েছেন অধিনায়ক রুট। ছবি: সংগৃহীত

প্রথম দুই টেস্ট দাপুটে জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে হার দেখছে স্বাগতিকরা। কেননা ম্যাচের তৃতীয় দিন শেষেই জো রুটের সেঞ্চুরিতে চালকের আসনে চলে গেছে ইংলিশরা। ইতোমধ্যে ৪৪৮ রানের বিশাল টার্গেট পেয়েছে দলটি।

সেন্ট লুসিয়ায় মূলত দ্বিতীয় দিন ক্যারিবীয়রা নিজেদের প্রথম ইনিংসে ১৫৪ রানে অলআউট হয়ে ম্যাচে পিছিয়ে পড়ে তারা। এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৭৭ করেছে।

আর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ৩২৫।

আগের দিন বিনা উইকেটে ১৯ রান করা ইংল্যান্ড তৃতীয় দিন আরও ৩০৬ রান যোগ করে। ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি করে অপরাজিত রয়েছেন অধিনায়ক রুট। ২০৯ বলে ৯টি চারের সাহায্যে ১১১ করে নট আউট থাকেন তিনি। অন্য ব্যাটসম্যান বেন স্টোকস ২৯ রানে অপরাজিত আছেন।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রান করেন জো ডেনলি। আর জস বাটলারের ব্যাট থেকে আসে ৫৬ রান।

ক্যারিবীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট লাভ করেন কেমার রোচ, শেনন গ্যাব্রিয়েল, কেমো পল ও আলজারি জোসেফ।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।