পরবর্তীতে সরফরাজ দ্রুতই আইসিসির কাছে এই বিষয়ে অভিযোগ দাখিল করেন। আর দীর্ঘদিনের তদন্ত শেষে সংস্থাটির নিয়ম ভাঙার কারণে শাস্তি দেওয়া হলো আনসারিকে।
শারজার ক্রিকেট ইতিহাসের সঙ্গে আনসারির নাম বেশ গুরুত্ব বহন করে। তিনি শারজা ক্রিকেট ক্লাবের প্রধান কোচ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া কর্মকর্তা হিসেবেও তিনি বহু বছর যুক্ত ছিলেন।
এদিকে সততা দেখানো সরফরাজের প্রশংসা করে আইসিরি জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, ‘সঠিক সময়ে আমাদের কাছে অভিযোগ করে সরফরাজ তার নেতৃত্বগুণ ও পেশাদারিত্বের প্রমাণ দিয়েছে। আমি তাকে এ জন্য ধন্যবাদ জানাতে চাই। ’
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস