ভারতীয় এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কলকাতার যুবরাজ’ খ্যাত গাঙ্গুলী বলেন, ‘গত সপ্তাহে পুলওয়ামায় যা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। এর চেয়ে খারাপ আর কিছু হতে পারেনা।
গাঙ্গুলী আরও বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতে বলার পেছনে মানুষের আবেগ আমি অনুধাবন করতে পারি। আর আমি মনে করি সরকারের উচিত এই বিষয়ে শক্ত অবস্থান নেওয়া। '
তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সামর্থ্য নিয়ে সন্দিহান গাঙ্গুলী। বর্তমানে দেশটির সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে থাকায় শক্ত কোনো ভূমিকা রাখা তাদের পক্ষে সম্ভব নয়। গাঙ্গুলী বলেন, ‘আমি মনে করিনা সুপ্রিম কোর্টের হাতে কর্তৃত্ব যাওয়ার পর বিসিসিআই’র হাতে আর কিছু অবশিষ্ট আছে। সিদ্ধান্ত নেওয়ার মতো কেউই নেই কিন্তু আমি মনে করি এবার অন্তত বিসিসিআই’র উচিত কঠিন সিদ্ধান্ত নেওয়া। '
বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কটের দাবি জোরালো হওয়ার প্রেক্ষিতে মুখ খুললেন ‘দাদা’, ‘বিশ্বকাপে ১০ দল খেলবে। প্রতিটি দল প্রত্যেকের মোকাবেলা করবে। আমি মনে করি, একটা ম্যাচ যদি ভারত না খেলে তাতে তেমন কোনো ক্ষতি হবেনা। '
'ভারতকে ছাড়া বিশ্বকাপ চালিয়ে নেওয়া আইসিসি’র জন্য অসম্ভব। কিন্তু আপনাকে এটাও দেখতে হবে যেন আইসিসি সেরকম কিছু করতে না পারে। '
বাংলাদেশ সময় ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এমএইচএম