ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সোমবার শুরু হচ্ছে নারী ক্রিকেট লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
সোমবার শুরু হচ্ছে নারী ক্রিকেট লিগ ছবি: সংগৃহীত

সোমবার (২৫ ফেব্রুয়ারি) থেকে কক্সবাজারে শুরু হচ্ছে ১০ম জাতীয় নারী ক্রিকেট লিগ। ৮টি বিভাগীয় দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে লিগটি। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্টের খেলা হবে।

উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগের মুখোমুখি হবে ঢাকা বিভাগ।

আর রাজশাহী বিভাগের বিপক্ষে লড়বে খুলনা বিভাগ। সকাল ৯টায় শুরু হবে ম্যাচ দুটি।

সবগুলো ম্যাচ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়ঃ ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।