ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সোববার (২৫ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রাইম দোলেশ্বরের। ৩৭ রানে টপ অর্ডারের ৪ ব্যাটম্যান হারিয়ে চাপে পড়ে যায় তারা।
১১২ রানের টার্গেট ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিকেএসপি। মানিক খানের হ্যাটট্রিকে ১৬ রানেই ৪ উইকেটে হারিয়ে ফেলে তারা। ৪টি উইকেটই তুলে নেনে মানিক। তবে পঞ্চম উইকেট জুটিতে সেই বিপর্যয় সামাল দেন শামীম হোসাইন ও আকবর আলী। ৮০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে আসেন তারা। দলীয় ৯৬ রানে শামীম ৪৫ রান করে আউট হন। এরপরই অবারও ছন্দ পতন ঘটে। নওসাদ, আকবর ও কাইয়্যুম দ্রুত বিদায় নিলে ৯৯ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে বিকেএসপি।
শেষ ওভারে জয়ের জন্য বিকেএসপির প্রয়োজন ছিল ১০ রান। আরাফাত সানির করা প্রথম তিন বলে ৮ রান নিয়ে জয়ের আশা বাঁচিয়ে রাখে বিকেএসপি। চার নম্বর বলে রান আউট হয়ে নবম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফেরত যান মুকিদুল। জয়ের জন্য শেষ বলে বিকএেসপি’র দরকার ছিল ২ রান। দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হলে শেষ পর্যন্ত ১১১ রানে অল আউট হয় বিকেএসপি। ফলে ম্যাচ হয় টাই।
সুপার ওভারে শেষ পর্যন্ত প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাবকে ২ রানে হারিয়ে জয় তুলে নেয় বিকেএসপি। বিকেএসপির করা ২ উইকেটে ৬ রানের জবাবে সমান উইকেট হারিয়ে ৪ রান তুলতে সক্ষম হয় দোলেশ্বর।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘন্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
আরএআর/এমএইচএম