শনিবার (২৩ মার্চ) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে ফতুল্লায় উত্তরার ছুড়ে দেওয়া ১৪৬ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে খুব বেশি বেগ পেতে হয়নি শাইনপুকুরকে। ওপেনিং জুটিতেই ১১৭ রান তুলে ফেলেছিলেন শাইনপুকুরের শাদমান ইসলাম ও সাব্বির হোসেন।
দুর্দান্ত ব্যাটিং করা সাব্বির অবশ্য দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে পারেননি। স্কোর যখন লেভেল ঠিক ওইসময় ভুল শট খেলে জাহাঙ্গির আলমের বলে বিদায় নেন তিনি। তবে যাওয়ার আগে খেলেন বিধ্বংসী এক ইনিংস। তবে মাত্র ১ রানের জন্য কাঙ্ক্ষিত সেঞ্চুরিটি মিস করেন। ৭২ বলের এই ইনিংসটি ৭ চার ও ৭ ছক্কায় সাজানো।
এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ১৪৫ রানেই গুটিয়ে যায় উত্তরা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৫১ রান আসে মিনহাজুল আবেদিনের (১) ব্যাট থেকে। এছাড়া বলার মতো রান আসে কেবল ওপেনার তানজিদ হাসান (২৫) ও অধিনায়ক মোহাইমিনুল খানের (২১) ব্যাট থেকে।
বল হাতে শাইনপুকুরের হয়ে সবচেয়ে সফল সাব্বির। ১০ ওভারে মাত্র ২৭ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। ৯ ওভারে ২ উইকেট তুলে নিতে মাত্র ১৮ রান খরচ করে বড় ভূমিকা রাখেন রকিবুল হাসান। ১টি উইকেট নেন শরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন ও সোহরাওয়ার্দী শুভ।
৫ ম্যাচ খেলা শাইনপুকুরের এটিই একমাত্র জয়। ৫ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ২। আর তালিকার শেষে থাকা উত্তরা স্পোর্টিং ক্লাবের পয়েন্টও সমান। তবে রান রেটের ব্যবধানে পিছিয়ে আছে তারা।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এমএইচএম