ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ধবলধোলাই শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ধবলধোলাই শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ও শীলঙ্কার খেলার একটি মুহূর্ত/ছবি: সংগৃহীত

ওয়ানডে সিরিজের পর দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের শেষটিতে লাসিথ মালিঙ্গারা বৃষ্টি আইনে ৪৫ রানে হারে। 

রোববার (২৪ মার্চ) জোহানেসবার্গে ১৯৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বৃষ্টির কবলে পড়ে শ্রীলঙ্কা। পরে ১৭ ওভারে নতুন টার্গেট হয় ১৮৩।

যেখানে ১৫.৪ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায় হাথুরুসিংহের শিষ্যরা।  

দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ৩৬ করেন এ সিরিজে দারুণ ব্যাটিং করা ইসুরু উদানা। এছাড়া আঞ্জেলো পেরেরা ১৫ রান করলেও আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি।  

প্রোটিয়া বোলারদের মধ্যে আন্দিলে ফেলুকোয়ায়ো সর্বোচ্চ ৪ উইকেট নেন। এছাড়া জুনিয়র ডালা ও লুথো সিপামলা ২টি করে উইকেট নেন।  

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ডোয়াইন প্রিটোরিয়াস ও রেজা হেনড্রিক্সের হাফ সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে দ. আফ্রিকা।  

প্রিটোরিয়াস ৪২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৭ রানে অপরাজিত থাকেন।  ৫২ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬৬ করেন হেনড্রিক্স। শেষদিকে ১৪ বলে ৩৪ করেন জেপি ডুমিনি।  

ম্যাচ সেরা হন প্রিটোরিয়াস, আর সিরিজ সেরা হেনড্রিক্স।  

এর আগে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটি হেরেছিল শ্রীলঙ্কা।  

বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এমএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।