এ উপলক্ষে সোমবার (২৫ মার্চ) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও স্পোর্টস এন্ড স্পোর্টজ ডিজাইনের কর্ণধার মেহতাবউদ্দিন আনোয়ার আহমেদ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আগামী এক বছরের জন্য জার্সি বিক্রির চুক্তি করেছে তারা। বাজারের বিভিন্ন আউটলেটে পাওয়া যাবে ‘রেপ্লিকা’ জার্সিগুলো। আগামী ২৫ এপ্রিল থেকে বাজারে ছাড়া হবে জার্সি। তবে কোন কোন আউটলেটে পাওয়া যাবে তা এখনো ঠিক করা হয়নি।
জার্সির মূল্য নির্ধারণ করা হয়নি। তবে বিসিবি জানিয়েছে সহনীয় পর্যায়ের মূল্য নির্ধারণ করা হবে যাতে সবাই কিনতে পারে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘন্টা, মার্চ ২৫, ২০১৯
আরএআর/এমএমএস