ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন সাবেক অজি স্পিনার ইয়ার্ডলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
চলে গেলেন সাবেক অজি স্পিনার ইয়ার্ডলি চলে গেলেন সাবেক অজি স্পিনার ইয়ার্ডলি। ছবি: সংগৃহীত

ক্যান্সারের সঙ্গে লড়াই করে আর পেরে উঠলেন না অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার, কোচ ও ধারাভাষ্যকার ব্রুস ইয়ার্ডলি। ৭১ বছর বয়সে নর্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া মারা যান তিনি।

ডানহাতি এই স্পিনারের ১৯৭৮ সালে ভারতের বিপক্ষে অ্যাডিলেডে টেস্টে অভিষেক হয়। ৩৩টি সাদা পোশাকের ম্যাচ থেকে তিনি ১২৬টি উইকেট দখল করেন।

আর সাতটি ওয়ানডে খেলে সমান উইকেট নেন।

জাতীয় দলের ক্যারিয়ার সংক্ষিপ্ত হলেও ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ইয়ার্ডলি ছিলেন বেশ সফল। ১০৫টি ম্যাচে তিনি ২৮.১৯ গড়ে ৩৪৪টি উইকেট নেন।

খেলোয়াড়ি জীবন শেষ করে ব্রুস পার্থের ক্লাব মিডল্যান্ড গিল্ডফোর্ডের কোচিং শুরু করেন। পরে তিনি ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তখনকার বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা জাতীয় দলের বস ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।