রবিচন্দ্রন অশ্বিন। ছবি: সংগৃহীত
শুরু থেকেই একের পর এক বিতর্ক চলছেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগের (আইপিএল) চলতি আসর জুড়ে। বিতর্কের শুরু করেন রবিচন্দ্রন অশ্বিন। তার 'মানকড আউট', এর পর লাসিথ মালিঙ্গার 'নো-বল' না দেওয়া। আর এবার এলো এক ওভারে ৭ বল।
৭ বলের সঙ্গে আবারও জড়ালো সেই অশ্বিনের নাম। তবে এবারের দোষটা বোলারের নয়।
পুরো দোষই আম্পায়ারের। আর এই আম্পায়ারিং নিয়ে আসরের শুরু থেকেই ক্রিকেটার ও সমর্থকরা প্রশ্ন তুলছে। শনিবার (৩০ মার্চ) বাজে আম্পারিংয়ের আরেকটি উদাহরণ দেখালেন আম্পায়াররা।
এদিন মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস এলেভেন পাঞ্জাবের ম্যাচে এক ওভারে ৭টি বল করেন অশ্বিন। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের প্রথম ওভারেই বল হাতে আসেন কিংস অধিনায়ক অশ্বিন। আর এই প্রথম ওভারেই আম্পায়ারের কোনো ইশারা না পেয়ে ৭টি বল করে ফেলেন তিনি। ওভারের সপ্তম বলে বাউন্ডারি হাঁকান কুইন্টন ডি কক। মুম্বাই পায় অতিরিক্ত চার রান।
যদিও ম্যাচে ৮ উইকেটের বড় জয় পায় পাঞ্জাব।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এমকেএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।