গত মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিযাবেথ হাসপাতালে নিউরো সার্জন ডাক্তার এলভিন হংয়ের অধীরে অস্ত্রোপচার হয় রুবেলের। প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে চলে সেই অপারেশন।
তবে বায়োপসি রিপোর্টে কোনো ক্যান্সারের জীবাণু পাওয়া যায়নি। তাই ক্যান্সার থেকে পুরোপুরি শঙ্কামুক্ত রুবেল। তবে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিতে আগামী মাসে সিঙ্গাপুর যেতে হবে তাকে। নিয়মিত এই থেরাপি দিতে হবে যাতে করে নতুন করে টিউমার বাসা বাধতে না পারে।
গতকাল সন্ধ্যায় দেশে ফিরে বারিধারায় নিজ বাসায় নিরিবিলি সময় কাটান রুবেল। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যান্সারের জীবাণু নেই কিন্তু যে টিউমারটা হয়েছে- সেটার গ্রোথ এত বেশি যে ছয় মাসে ৩০টি রেডিওথেরাপি এবং ৫০টি কেমোথেরাপি দিতে হবে।
তবে ৩৭ বছর বয়সী রুবেলের পক্ষে এখনই মাঠে ফেরা সম্ভব হচ্ছে না। আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে তাকে। থেরাপিগুলো দেয়ার পর এমআরআই করানো হবে। সে রিপোর্ট দেখে পুনরায় সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘন্টা, মার্চ ৩১, ২০১৯
আরএআর/এমএইচএম