ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে আসবে না নিউজিল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
বাংলাদেশ সফরে আসবে না নিউজিল্যান্ড ...

ঢাকা: বাংলাদেশ সফর বাতিল করেছে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আগামী ১০ এপ্রিল বাংলাদেশে আসার কথা ছিল কিউই যুবাদের।

নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড সফর বাতিলের বিষয়টি জানায়।  

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন বলেন, সফরকালে বাংলাদেশের সঙ্গে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের।

সবগুলো ম্যাচ হওয়ার কথা ছিল চট্টগ্রামে। তবে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার কারণে সফর বাতিল করা হয়েছে।

বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ এর বিপক্ষে সিরিজটি বাতিল করা হয়েছে। আমাদের তারা জানিয়ে দিয়েছে। সন্ত্রাসী হামলার মানসিক ধকল তারা এখনো কাটিয়ে উঠতে পারেনি। তাদের বাবা-মায়েরা অনিচ্ছার কথা জানিয়েছেন। যেহেতু সবার বয়স এখনো কম।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে মসজিদে জুম্মার নামাজের সময় সন্ত্রাসী হামলায় পাঁচ বাংলাদেশিসহ ৫০ জন প্রাণ হারান। অল্পের জন্য সেই হামলার শিকার হতে রক্ষা পান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
আরএআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।