ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমরা সাকিবের পাশে থাকবো: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
আমরা সাকিবের পাশে থাকবো: ক্রীড়া প্রতিমন্ত্রী ছবি:সংগৃহীত

ক্রিকেটারদের ধর্মঘটের সমাধান হওয়ার পরও অনিশ্চয়তা মেঘ রয়ে গেছে দেশের ক্রিকেটের আকাশে। টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে ছড়িয়ে পড়েছে নানান গুঞ্জন। সাকিব আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন বলে সংবাদ প্রকাশ করেছে বেশকিছু গণমাধ্যম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশকিছু সূত্রের বরাত দিয়ে এসব প্রতিবেদনে বলা হয়, আইসিসির নিয়ম অনুযায়ী, জুয়াড়ির দেওয়া প্রস্তাব বোর্ড বা আইসিসির দুর্নীতি দমন সংস্থা আকসুকে না জানানোয় ১৮ মাস পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন সাকিব আল হাসান।

তবে এখন পর্যন্ত আইসিসি, বিসিবি বা সাকিব আল হাসানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা মন্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয় সাংবাদিকদের সঙ্গে কথা হয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, এমপি’র। তিনি বলেন, ‘সাকিবের নিষেধাজ্ঞার বিষয়ে জানতে আজকের মধ্যে আইসিসিকে চিঠি দেওয়া হবে। এ বিয়ষটি আমরা শুনেছি। যদিও আইসিসির ব্যাপারে আমরা কোনো কিছু করতে পারবো না। আইসিসি যেই সিদ্ধান্তই নিক না কেন,আমরা সাকিবের পাশে থাকবো। সাকিব যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে, সে ব্যাপারে আমরা চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।