ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

দায় স্বীকার করে সাকিবের দুঃখপ্রকাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
দায় স্বীকার করে সাকিবের দুঃখপ্রকাশ সাকিব আল হাসান/ফাইল ছবি

দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। দুই বছরের মধ্যে এক বছর পুরোপুরি নিষিদ্ধ, আর বাকি ১ এক বছর স্থগিত নিষেধাজ্ঞা অর্থাৎ খেলতে পারবেন কিন্তু আবারও অপরাধ করলে শাস্তি পেতে হবে। এই শাস্তি মেনে নিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সেই সঙ্গে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সমর্থক-ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে সাকিব লিখেছেন, ‘ভালোবাসার খেলা থেকে নিষিদ্ধ হওয়ায় খুব কষ্ট লাগছে। কিন্তু অ্যাপ্রোচের কথা রিপোর্ট না করায় যে শাস্তি পেতে হচ্ছে তা আমি মেনে নিচ্ছি।

আইসিসি ও আকসু দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই করছে তাতে খেলোয়াড়রা বড় ভূমিকা থাকে। কিন্তু আমি আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। ’

আইসিসি'র টুইটে সাকিবের দুঃখ প্রকাশনিজের ভুল নিয়ে অনুতপ্ত সাকিব বলেন, ‘বিশ্বের অধিকাংশ খেলোয়াড় এবং সমর্থকদের মতো আমিও চাই দুর্নীতিমুক্ত ক্রিকেট। এবং আমি আইসিসি’র আকসুর টিমকে এডুকেশন প্রোগ্রামে সহায়তা করতে চাই যাতে তরুণ ক্রিকেটাররা আমার মতো একই ভুল না করে। ’ 

এদিকে আইসিসি’র জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। সে অনেক এডুকেশন সেশনে অংশ নিয়েছে এবং আইন অনুসারে তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে সে অবগত। অবশ্যই এসব দুর্নীতির প্রস্তাবের কথা তার জানানো উচিৎ ছিল। ’

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।