ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে ছাড়া ৩৬৫ দিনে ৩৬ ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
সাকিবকে ছাড়া ৩৬৫ দিনে ৩৬ ম্যাচ খেলবে বাংলাদেশ সাকিব আল হাসান

জুয়াড়ির প্রস্তাবের কথা গোপন করার অপরাধে সাকিব আল হাসানকে দুই বছর সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। তবে অপরাধ স্বীকার করায় এর মধ্যে ১ বছর স্থগিত নিষেধাজ্ঞা অর্থাৎ এক বছর পরই ক্রিকেটে ফিরতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু এই সময়ে বাংলাদেশের ৩৬টি ম্যাচে খেলতে পারবেন না তিনি। এমনকি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপও মিস করতে পারেন।

২০২০ সালের ২৯ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। এই সময়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করার সম্ভাবনা আছে তার।

যদিও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ, বিশ্বকাপের মাঝপথে ফেরার সুযোগ থাকছে সাকিবের সামনে। কিন্তু ক্রিকেট থেকে ৩৬৫ দিন বাইরে থাকার পর সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়া আপাত দৃষ্টিতে অসম্ভব।

সাকিবকে ছাড়া যেসব সিরিজ খেলবে বাংলাদেশ:

বাংলাদেশের ভারত সফর (নভেম্বর, ২০১৯)
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ 
২ ম্যাচের টেস্ট সিরিজ

পাকিস্তান সফর (জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২০)
(এই সফরের ভেন্যু বদলে যেতে পারে)
২ ম্যাচের টেস্ট সিরিজ
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

জিম্বাবুয়ের বাংলাদেশ সফর (মার্চ ২০২০)
১ ম্যাচের টেস্ট সিরিজ
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর (মে ২০২০-জুন ২০২০)
১ ম্যাচের টেস্ট সিরিজ
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর (জুন, ২০২০)
২ ম্যাচের টেস্ট সিরিজ

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর (জুলাই ২০২০)
৩ ম্যাচের টেস্ট সিরিজ

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর (আগস্ট ২০২০)
২ ম্যাচের টেস্ট সিরিজ

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর (অক্টোবর ২০২০)
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ (অক্টোবর ২০২০)

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।