ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সেরা হয়েই ফিরবে সাকিব: তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
সেরা হয়েই ফিরবে সাকিব: তামিম সাকিব ও তামিম-ফাইল ফটো

দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। দুই বছরের মধ্যে এক বছর পুরোপুরি নিষিদ্ধ, আর বাকি ১ এক বছর স্থগিত নিষেধাজ্ঞা অর্থাৎ খেলতে পারবেন কিন্তু আবারও অপরাধ করলে শাস্তি পেতে হবে। সাকিবের এমন নিষেধাজ্ঞায় ভেঙে পড়েছেন জাতীয় দলের সতীর্থরা। ক্রিকেটারদের মধ্যে সাকিবের সবচেয়ে বড় বন্ধু তামিম ইকবাল তো এ ব্যাপারটি মেনেই নিতে পারছেন না।

সাকিব আর তামিমে ক্রিকেটের যাত্রা প্রায় একই সঙ্গে। আর দীর্ঘ দিন ধরে তারা জাতীয় দলের জার্সিতে একসঙ্গে খেলে আসছেন।

তবে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তামিম জানান, সাকিব সেরা হয়েই ফিরে আসবে।  

তামিম লিখেন, ‘আগামী ১২ মাস তোমাকে আমাদের সঙ্গে পাবো না, এটা কল্পনাও করতে পারছি না। তবে সাকিব আল হাসান, আমি বিশ্বাস করি তুমি সেরা হয়েই ফিরে আসবে। আগামী বছরের এই দিনেই তুমি ফিরবে। আমরা সবাই একসঙ্গে অনুশীলন ও খেলবো। ’

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।