ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানে শেষ ম্যাচেও নারীদের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
পাকিস্তানে শেষ ম্যাচেও নারীদের হার ছবি:সংগৃহীত

পাকিস্তান সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। সিরিজের শেষ ম্যাচে ২৮ রানের হারে এই পরিণতি হয় সফরকারীদের। যদিও তিন ম্যাচেই লড়াই করেছে টাইগ্রেসরা।

বুধবার (৩০ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় পাকিস্তান ও বাংলাদেশ নারী দল। যেখানে প্রথমে ব্যাট করা পাকিস্তানি মেয়েদের নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশিরা।

তবে জবাব দিতে নেমে ইনিংসের শেষ বলে ৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

১১৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ বলে ৩০ রান করেন নিগার সুলতানা। এছাড়া ২৭ রান আগে ফারজানা হকের ব্যাট থেকে। পাকিস্তানি বোলারদের মধ্যে দুই উইকেট করে পান আনাম আমিন ও সাবা নাজির।

টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে চাপে পড়ে পাকিস্তানও। জাহানারাদের বোলিং তোপে সেভাবে কেউই টিকতে পারেনি। তবে ব্যতিক্রম ছিলেন ওপেনারি জাভেইরা খান। তিনি ৪৮ বলে ৭টি চারের সাহায্যে ৫৪ রান করেন। ৩১ রান করেন ওমাইমা সোহেল।

পুরো সিরিজে দারুণ খেলা জাহানারা এ ম্যাচে তিন উইকেট নেন। রুমানা আহমেদ দুটি উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।