ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পুত্র সন্তানের বাবা হলেন আল আমিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
পুত্র সন্তানের বাবা হলেন আল আমিন দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হয়েছেন আল আমিন

তিন বছর জাতীয় দলের বাইরে ছিলেন পেসার আল আমিন হোসেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেশে রেখে টাইগার এই পেসার উড়াল দিয়েছিলেন ভারতে। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি খেলেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চাইলে সেটা পেতেন আল আমিন। কিন্তু ফেরার দরজাটা খুলে যাওয়ায় তিনি ছুটি নেননি।

মনের মধ্যে দুশ্চিন্তা নিয়েই খেলেছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।

নাগপুরে তৃতীয় বা শেষ ম্যাচটি খেলে ইন্দোরে পৌঁছেছে টিম বাংলাদেশ। দলের সঙ্গী হয়েছেন আল আমিন। বিমান থেকে নেমেই আল আমিন জানতে পারেন, দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। আল আমিনের বড় ছেলের বয়স চার।

নিজের ভেরিফাইড ফেসবুকে নবজাতকের একটি ছবি পোস্ট করেছেন আল আমিন। ক্যাপশনে লিখেছেন, ‘ছেলের বাপ হলাম। সবাই দোয়া করবেন। আলহামদুল্লিল্লাহ। ’

প্রত্যাবর্তনের সিরিজে আল আমিন দিল্লিতে ৪ ওভারে ২৭ রান দিয়ে কোনো উইকেট পাননি। দ্বিতীয় ম্যাচে রাজকোটে ৪ ওভারে ৩২ রান খরচায় কোনো উইকেট পাননি। আর সিরিজের শেষ ম্যাচে নাগপুরে ৪ ওভারে ২২ রানের বিনিময়ে তুলে নেন লোকেশ রাহুলের উইকেটটি।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।