ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কানদের হারিয়ে টাইগার যুবাদের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
লঙ্কানদের হারিয়ে টাইগার যুবাদের লিড তৌহিদ হৃদয় (ছবি: সংগৃহীত)

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে প্রথম যুব ওয়ানডে ভেসে গিয়েছিল বৃষ্টিতে। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিতেছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সফরকারী শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা। পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয়টি শেষে ১-০ তে লিড নিয়েছে আকবর আলির দলটি।

সোমবার (১১ নভেম্বর) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৩১ ওভারে। ৭ উইকেটে ২০৯ রান তোলে সফরকারীরা।

২৫.৪ ওভারে ৫ উইকেট হারানো বাংলাদেশ জয় তুলে নেয়। রান তাড়ায় টাইগাররা তুলেছে ওভারপ্রতি ৮ এর উপরে রান।

লঙ্কান ওপেনার পারানাভিথানা ৭৫ বলে খেলেন ৭৮ রানের ইনিংস। ৩৩ রান করেন তিন নম্বরে নামা রাসান্থা। সোনাল দিনুশা ৪১ রান করে বিদায় নেন। ২০ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন চামিন্দু।

টাইগার যুবাদের হয়ে শামীম হোসেন আর রাকিবুল হাসান দুটি করে উইকেট তুলে নেন। একটি করে উইকেট পান তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম।

৩১ ওভারে ২১০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪২ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ তালগোল পাকিয়ে ফেরে। তবে, পঞ্চম উইকেটে ১৬১ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান তৌহিদ হৃদয় ও শামীম হোসেন।

ওপেনার তানজিদ হাসান ২, পারভেজ হোসেন ইমন ৮ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা মাহমুদুল হাসান জয় করেন ১১ রান। শাহাদাত হোসেন ফেরেন ৩ রানে। এরপর দলকে পা হড়কাতে দেননি হৃদয়-শামীম। জয় থেকে ৭ রান দূরে থাকতে আউট হন শামীম। তার আগে খেলেন ৯৫ রানের দুর্দান্ত এক ম্যাচজয়ী ইনিংস। তার ৬১ বলে সাজানো ঝড়ো ইনিংসে ছিল ৯টি চার আর ৫টি ছক্কার মার।

৮২ রানে অপরাজিত থাকেন হৃদয়। সাতটি চার আর তিনটি ছক্কায় হৃদয় তার ইনিংসটি সাজান ৫৬ বল মোকাবেলায়। অধিনায়ক আকবর আলি ১ রানে অপরাজিত থাকেন।

লঙ্কানদের হয়ে আমশি ডি সিলভা তিনটি উইকেট পান। একটি করে উইকেট পান দিলশান মাদুসানাকা এবং সানদুন মেন্ডিস। ম্যাচ সেরার পুরস্কার ওঠে শামীম হোসেনের হাতে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।