ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে ছেড়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
সাকিবকে ছেড়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ সাকিব আল হাসান/সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সানরাইজার্স হায়দরাবাদও এর বাইরে নয়। এরইমধ্যে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানসহ পাঁচ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দলটি। 

দীপক আগারওয়াল নামের এক ভারতীয় জুয়াড়ির কাছ থেকে কয়েকবার ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার কথা গোপন করায় সাকিবকে দুই বছর (এক বছর স্থগিত) নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। আইপিএলের এক ম্যাচও পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছিল সাকিবকে।

সবমিলিয়ে আপাতত ক্রিকেট থেকে দূরেই থাকতে হচ্ছে তাকে।

২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স সাকিবকে ছেড়ে দেওয়ার পর নিলামে তাকে কিনে নেয় সানরাইজার্স। এই দলের হয়ে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি বাংলাদেশের সদ্য সাবেক টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিব ছাড়াও ইউসুফ পাঠান, মার্টিন গাপটিল, দীপক হুডা ও রিকি ভুইকেও ছেড়ে দিয়েছে হায়দরাবাদের দলটি।

সানরাইজার্স হায়দরাবাদ এবার কোচ পদেও পরিবর্তন এনেছে। দীর্ঘদিনের কোচ টম মুডিকে সরিয়ে সাবেক ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিসকে প্রধান কোচ পদে নিয়োগ দিয়েছে ২০১৬ মৌসুমের আইপিএল চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।