অভিষেক এই টেস্টটির শুরুটা বাংলাদেশ মনের মতো করে পার করতে পারেনি। ভারতের বিপক্ষে প্রথম দিনেই ব্যাকফুটে চলে গেছে টাইগাররা।
এর কারণ অনুসন্ধান করে বাংলাদেশ দলের প্রধান কোচ জানান, টেস্টে বাংলাদেশের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে।
কলকাতা টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমার মনে হয় আমাদের টেস্ট খেলায় ঘাটতি রয়েছে। দুই দলের পারফরম্যান্সে তাই ব্যাপক ব্যবধান। কোহলি শেষ বছরে ২৬টি টেস্ট খেলেছেন। আর বাংলাদেশের সব ক্রিকেটার মিলে ১৬টি টেস্ট খেলেছেন। এখানেই পার্থক্যটা। আমরা অভিজ্ঞতায় পিছিয়ে আছি। ’
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
আরএআর/জেআইএম