জাতীয় দলকে আগেই বিদায় জানালেও ব্যাট-প্যাড তুলে রাখেননি বেইলি। হোবার্ট হ্যারিকেনের হয়ে বিগ ব্যাশে অংশ নিচ্ছেন এখনও।
নির্বাচক প্যানেলের সদস্য হবার দৌড়ে ছিলেন ভিক্টোরিয়া ও সাউথ অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইকেল ক্লিঙ্গার ও সিডনি সিক্সার্সের কোচ গ্রেগ শিপার্ড, গত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা জেতানোর পর পদত্যাগ করা ট্রেভর বেলিস। নির্বাচক হতে চেয়েছিলেন দেশটির সাবেক ক্রিকেটার ব্র্যাড হজ। যদিও তাদের সেই আবেদনে ইতিবাচক সাড়া দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া, বেছে নেয় বেইলিকে।
নির্বাচক প্যানেলে সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলের স্থলাভিষিক্ত হচ্ছেন বেইলি। গত ৩০ সেপ্টেম্বর নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেন চ্যাপেল। প্যানেলের বর্তমান চেয়ারম্যান ট্রেভর হন্স ও অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে তৃতীয় সদস্য হিসেবে দায়িত্ব নেবেন তিনি।
সক্রিয় কোনো ক্রিকেটারকে সাধারণত নির্বাচক প্যানেলে না রাখার রীতির বাইরে গিয়ে বেইলিকে নিয়োগ দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও অস্ট্রেলিয়ার দুটি দৈনিক ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ ও ‘দ্য এজ’-এর খবর, বেইলির আগেও খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারের নির্বাচকের দায়িত্ব সামলানোর উদাহরণ আছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। ডন ব্র্যাডম্যান ও মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়া দলের অধিনায়ক থাকা অবস্থাতেই সামলেছেন নির্বাচকের দায়িত্ব। স্বার্থ সংঘাত থাকতে পারে বলে আরেকবার রীতির বাইরে যাওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনাও হচ্ছে বেশ।
৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে পাঁচ টেস্ট, ৯০ ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টিতে খেলেছেন। সাদা পোশাকে ২৬.১৪ গড়ে ১৮৩ রান করা বেইলি ২২টি হাফ সেঞ্চুরি ও তিনটি সেঞ্চুরিসহ ৯০ ওয়ানডেতে ৪০.৫৮ গড়ে করেছেন ৩০৪৪ রান। আর ৩০টি-টোয়েন্টিতে দুটি হাফ সেঞ্চুরিসহ ২৪.৮৯ গড়ে ৪৭৩ রান করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এমআরপি