ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোমা ফাটালেন গেইল: বিপিএলে কিভাবে তার নাম এলো জানেন না!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
বোমা ফাটালেন গেইল: বিপিএলে কিভাবে তার নাম এলো জানেন না! ক্রিস গেইল-ছবি:সংগৃহীত

আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে ভিড়িয়েছে ক্রিস গেইলকে। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরে টি-টোয়েন্টির এই ‘গ্লোবাল বস’ সতীর্থ হিসেবে পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, কেসরিক উইলিয়ামসদের।

তবে গত ১৭ নভেম্বর বিপিএলের প্লেয়ারস ড্রাফট হলেও এত দিন পর এসে একরকম বোমাই ফাটালেন গেইল। তিনি নাকি জানেনই না বিপিএলে কিভাবে তার নাম এলো! ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী এই ব্যাটসম্যান জানান, ২০২০ সালে তিনি কোনো ক্রিকেট খেলবেন না।

তবে যেহেতু বিপিএল পরের বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে, তাই টুর্নামেন্টের অংশ হবেন কিনা সে ব্যাপারে কিছু জানাননি।

মূলত ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের সিরিজের ভারত সফরে তিন ম্যাচ ওয়ানডেতে নিজেকে সরিয়ে নিয়েছেন গেইল। দক্ষিণ আফ্রিকার লিগ মানজি সুপার লিগে জজি স্টারসের জার্সিতে টুর্নামেন্ট শেষ করার পর ক্যারিবীয় নির্বাচকদের জানিয়ে দেন নিজেকে ‘রিচার্জ’ করতে এ বছর আর কোনো ক্রিকেট খেলবেন না।

ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে গেইলকে পাওয়া যাবে কিনা এ ব্যাপারে নির্বাচকরা জানতে চাইলে তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ আমাকে ডেকেছিল, তবে আমি খেলছি না। তারা (নির্বাচকরা) আমাকে তরুণদের সঙ্গে পেতে চেয়েছিল তবে এ বছর আমি ক্রিকেট থেকে বিরতি নিচ্ছি। ’

এদিকে আসছে অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলবেন না গেইল। এমনকি বিপিএলে তার নাম যুক্ত হওয়ায় তিনি বিস্মিত, ‘আমি বিগ ব্যাশে যাচ্ছি না। আমি জানি না ক্রিকেট কিভাবে এগোবে। এমনকি আমি এও জানি না বিপিএলে আমার নাম কিভাবে পৌঁছাল, কিন্তু একটি দলের ড্রাফটে আমি যুক্ত হয়েছি, কিভাবে কি ঘটছে আমি কিছুই জানি না। ’

এর আগে ৬ ম্যাচে ১০১ রান করে মানজি সুপার লিগ শেষ করা ৪০ বছর বয়সী গেইল অভিমানী বার্তা দিয়েছিলেন। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘দুই অথবা তিনটি ম্যাচে ক্রিস গেইল রান করতে না পারলে সবাই আমাকে দলের বোঝা মনে করে। আমি এই দলটির কথাই শুধু বলছি না, বছরের পর বছর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলে খেলার সুবাদে আমার এই উপলব্ধি হয়েছে। ক্রিস গেইল দলের বাড়তি বোঝা যখন সে দুই, তিন কিংবা চার ম্যাচে রান করতে পারে না। অনেক কথাই কানে আসে। আমি কখনই সম্মান পাইনি। মানুষ কখনই মনে রাখে না তাদের জন্য আপনি কী করেছেন। আমি কোনো সম্মান পাইনি। ’

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।