ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছিটকে গেলেন ধাওয়ান, ভারতীয় দলে স্যামসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
ছিটকে গেলেন ধাওয়ান, ভারতীয় দলে স্যামসন ছিটকে গেলেন ধাওয়ান-ছবি:সংগৃহীত

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসছে ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ছিটকে গেলেন শিখর ধাওয়ান। তার পরিবর্তে ভারতের ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন মিডঅলর্ডার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন।

আগামী ৬ ডিসেম্বর হায়দ্রাবাদে সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে।

এর আগে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে গত ২১ নভেম্বর খেলতে গিয়ে চোট পান ৩৩ বছর বয়সী ধাওয়ান।

ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে ব্যথা পান তিনি।

দলের সিনিয়র এই তারকার ইনজুরিতে সুযোগ হয় ২৫ বছর বয়সী স্যামসনের। যদিও এর আগে ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচই তার একমাত্র আন্তর্জাতিক ম্যাচ।

সম্প্রতি দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে স্যামসন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন। তবে মূল একাদশে কোনো ম্যাচেই তার ওপর নির্বাচকরা আস্থা রাখেননি। পরে ক্যারিবীয়দের বিপক্ষে বাদ পড়েন তিনি।

টি-টোয়েন্টি সিরিজে ভারতের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মোহাম্মদ শামী, ভুবনেশ্বর কুমার, সঞ্জু স্যামসন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।