ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আর্চারের বর্ণবাদের ঘটনায় বেরিয়ে এলো নতুন তথ্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
আর্চারের বর্ণবাদের ঘটনায় বেরিয়ে এলো নতুন তথ্য সতীর্থ ব্রডের সঙ্গে আর্চার: ছবি-সংগৃহীত

ঘরের সমর্থকের কাছে ইংলিশ পেসার জোফরা আর্চার বর্ণবাদের শিকার হওয়ায় ক্ষমা চেয়েচিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে কয়েকদিন না যেতেই বেরিয়ে এসেছে আরেকটি নতুন তথ্য। 

সেদিন মাঠে বসে খেলা দেখা নিউজিল্যান্ডের দুই তাওরাঙ্গা ভাই দাবি করেছেন, আর্চারকে বর্ণবাদী মন্তব্য করা লোকটি কিউই ছিল না। তারা নিশ্চিতভাবে জানিয়েছে, লোকটি ছিল ইংরেজ।

 

দ্য বে অব প্লেন্টি টাইমসের বরাত দিয়ে স্টাফ নামে নিউজিল্যান্ডের এক গণমাধ্যম দুই ভাইয়ের উক্তি প্রকাশ করেছে। এক ভাই বলেছেন, ‘সে ছিল ইংলিশ সমর্থক। নিঃসন্দেহে সে নিউজিল্যান্ড সমর্থক ছিল না। সে একবারও নিউজিল্যান্ড খেলোয়াড়ের নাম উল্লেখ করেনি। ’ 

আরেক ভাই বলেন, ‘লোকটি ছিল বেশ শান্ত। যখন বোলাররা রান-আপের জন্য হাঁটছিল বেছে বেছে সে সময়টাতে সে চিৎকার করছিল। ’  

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পঞ্চম দিনে ম্যাচ বাঁচানোর জন্য লড়ছিল ইংলিশরা। সফরকারী দলের পেসার আর্চার ব্যাটিংয়ে নামলে তাকে লক্ষ্য করে এক কিউই সমর্থক বর্ণবাদী মন্তব্য করেন।  

ম্যাচ শেষে আর্চার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিমানের সুরে অভিযোগ তুলেন। তিনি টুইটে লিখেন, ‘আজ (ম্যাচের পঞ্চম দিন, ২৫ নভেম্বর) বর্ণবাদী কিছু মন্তব্যে খুব বিরক্ত হয়েছি। এ সময় দলকে বাঁচাতে আমি মাঠে ব্যাট হাতে লড়ছিলাম। সপ্তাহজুড়ে মাঠে দর্শকের উপস্থিতি দারুণ ছিল, শুধু ওই লোকটা ছাড়া। বার্মি-আর্মিরা বরাবরের মতোই আমাদের পাশে ছিল। ’

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।