ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুত হচ্ছেন তামিম-মুমিনুলরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
প্রস্তুত হচ্ছেন তামিম-মুমিনুলরা ছবি: শোয়েব মিথুন

আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। সাতটি দল নিয়ে বিশেষ এই বিপিএলে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেনি কোনো দল। তবে, এরই মধ্যে ঢাকা প্লাটুনের খেলোয়াড়রা মাঠে নিজেদের ঝালিয়ে নিতে শুরু করেছেন।

ঢাকার কোচ মোহাম্মদ সালাউদ্দিন কদিন থেকেই নিজস্ব তাগিদে ছাত্রদের নিয়ে মাঠে নেমে পড়েছেন। তামিম ইকবাল, মুমিনুল হকদের নিয়ে শুক্রবার (২৯ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে কাজ করেছেন তিনি।

ছবি: শোয়েব মিথুনশিরোপার অন্যতম দাবিদার এবার মাশরাফি-তামিমদের ঢাকা। ঢাকা প্লাটুনের দেশি ক্রিকেটারদের মধ্যে আরও আছেন এনামুল হক, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান, জাকের আলি অনিক।

আর ঢাকা প্লাটুনের বিদেশি ক্রিকেটারের মধ্যে আছেন থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি, লুইস রিস, শহীদ আফ্রিদিরা।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।