ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিলেট থান্ডার্সের কোচ হার্শেল গিবস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
সিলেট থান্ডার্সের কোচ হার্শেল গিবস হার্শেল গিবস/ছবি: সংগৃহীত

আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট থান্ডার্সের কোচ হিসেবে নিযুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবস। 

কিন্তু গত ১৭ নভেম্ভর প্লেয়ার্স ড্রাফটের সময় সরোয়ার ইমরানকে দলের হেড কোচ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল সিলেট। তবে পরিবর্তিত সিদ্ধান্ত অনুয়ায়ী সরোয়ার ইমরানকে দলের মেন্টর ও উপদেষ্টার দায়িত্ব দেয়া হচ্ছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সিলেট থান্ডার্সের টিম ডিরেক্টর তানজিল চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সিলেট থান্ডার্সের হেড কোচ হার্শেল গিবস। সরোয়ার ইমরান আমাদের দলের উপদেষ্টা এবং মেন্টর হিসেবে থাকবেন। ’

আগামী ৮ ডিসেম্বর সিলেট থান্ডার্সের দায়িত্ব বুঝে নিতে ঢাকায় আসবেন হার্শেল গিবস। এমনটাই জানিয়েছেন তানজিল চৌধুরী।

একসময়ের বিধ্বংসী ওপেনার গিবস দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা ফিল্ডারদের একজন। অবসরের পর তিনি আফগানিস্তান প্রিমিয়ার লিগ, ইউরো টি২০ লিগের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে কোচিং করিয়েছেন।

গিবস আসায় আসন্ন বিপিএলে বিদেশি কোচের সংখ্যা বাড়লো। এর আগে পল নিক্সন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ওটিস গিবসন কুমিল্লা ওয়ারিয়র্স, গ্র্যান্ট ফ্লাওয়ার রংপুর রেঞ্জার্স এবং ওয়াইজ শাহ রাজশাহী রয়্যালসের হেড কোচ হিসেবে যুক্ত হয়েছেন। খুলনা টাইগার্সেও আছেন জেমস ফস্টার। তবে ঢাকা প্লাটুন একজন স্থানীয় কোচ বেছে নিয়েছে। দলটির কোচ দু’বারের বিপিএল শিরোপাজয়ী সালাহউদ্দিন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।