শনিবার (৩০ নভেম্বর) অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নামে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। তবে দিবা-রাত্রির এই টেস্টের আলো পুরো নিজের দিকে নিয়ে যান ওয়ার্নার।
৩৮৯ বলে ওয়ার্নার এই মাইলফলক স্পর্শ করেন। প্রথম দিনে ১২৬ রানে অপরাজিত থাকা মার্নাস লাবুশানে অবশ্য এদিন ১৬২ করার করা শহীন শাহ আফ্রিদির বলে আউট হন। এছাড়া স্টিভেন স্মিথ নেমে খুব একটা সুবিধে করতে পারেননি। ৩৬ করে সেই আফ্রিদির বলেই বিদায় নেন।
এই ট্রিপল সেঞ্চুরিতে ওয়ার্নার আবার স্বদেশি অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের ৮৭ বছরের পুরোনো একটি রেকর্ড ভাঙলেন। ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই অ্যাডিলেডে ডন এক ইনিংসে সর্বোচ্চ ২৯৯ রান করেছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৬০ রানের বিশাল স্কোর করেছে অস্ট্রেলিয়া। ওভার প্রতি দলটি সাড়ে চারের ওপর রান তুলছে।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এমএমএস