বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে মাশরাফি। ইনজুরিতেও পড়েছিলেন।
ঢাকা প্লাটুনের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন আশা করেন এবারের বিপিএলে মাশরাফি শুরু থেকেই খেলবেন, 'খেলার ব্যাপারে আশাবাদী, পুরোটা খেলবে বলেই তো মাশরাফিকে নেয়া হয়েছে। আমার কাছে মনে হয় সে পুরোটা আসরেই খেলবে এবং ভালোভাবে খেলবে। ভালো পারফরম্যান্সও করবে। যেহেতু আজকে প্রথম বল করলো, রিদমে হয়তো একটু সমস্যা হবে। কয়েক দিন বল করলেই ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তার অভিজ্ঞতা। এটা তো ফেলতে পারবেন না। যখন সে খেলবে শতভাগ দিয়েই খেলবে। '
কোচ হিসেবে সালাউদ্দিন দু'বার বিপিএলের শিরোপা জিতেছেন। অন্যদিকে মাশরাফি অধিনায়ক হিসেবে বিপিএল জিতেছেন চারবার। তাই দলকে কে বেশি অনুপ্রাণিত করবেন এমন প্রশ্নে সালাউদ্দিন বলেন, 'আমার চেয়ে মাশরাফি বেশি মোটিভেটেড। সে আজকে থেকে অনুশীলন শুরু করে নাই, অনেক দিন ধরেই পার্সোনালি ফিট হওয়ার জন্য অনেক কিছু করছিল। কেউ হয়তো দেখে নাই। শরীরের ওজন অনেক কমিয়েছে। আমার মনে হয় সে আমার চেয়ে কিংবা আমার টিমের চেয়ে ভালো করার জন্য বেশি মোটিভেটেড। '
ঢাকা প্লাটুনের হয়ে মাশরাফি ছাড়াও অনুশীলন করেন তামিম ইকবাল, মুমিনুল হক ও এনামুল হক বিজয়।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
আরএআর/এমএইচএম