ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ছিটকে গেলেন উইলিয়ামসন, ফিরলেন চ্যাপম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
ছিটকে গেলেন উইলিয়ামসন, ফিরলেন চ্যাপম্যান

বাম কাঁধের চোটের কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে প্রায় দুই বছর পর জাতীয় দলে ডাক পেলেন মার্ক চ্যাপম্যান। আর প্রথম দুই ম্যাচে নেতৃত্বের ভার পড়েছে টম ল্যাথামের কাঁধে।

এক্স-রে স্ক্যানে উইলিয়ামসনকে ছাড়পত্র দেওয়া হলেও, তিনি এখনও পুরোপুরি ফিট নন। ফলে ১১ ফেব্রুয়ারি তৃতীয় ওয়ানডে খেলার আশা করছেন এই কিউই দলনেতা।

এদিকে উইলিয়ামসনের ইনজুরিতে কপাল খুলেছে এক সময়ে হংকংয়ের জার্সিতে খেলা চ্যাপম্যানের। ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান নাগরিত্ব বদলে সর্বশেষ কিউইদের হয়ে খেলেছেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে ২০১৮ সালের সেই সিরিজটি ছিল ভুলে যাওয়ার মতো। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তিনি ১, ৮ ও ০ করেছিলেন।

৫ ফেব্রুয়ারি হ্যামিল্টনে প্রথম ওয়ানডেতে ভারতের মোকাবিলা করবে নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।