ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দেখে নিন এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের সময়সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
দেখে নিন এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের সময়সূচি .

মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচ দুটিতে বাংলাদেশের খেলোযাড়দের পাশাপাশি দেখা যাবে ক্রিকেট বিশ্বের বড় তারকাদের।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ম্যাচ দুটির সময়সূচিও প্রকাশ করা হয়েছে। ১৮ ও ২১ মার্চ, মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি।

এই সিরিজের তৃতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল ভারতের নতুন নির্মিত স্টেডিয়াম সর্দার বল্লবভাই প্যাটেল মোতেরা স্টেডিয়ামে। তবে পরবর্তীতে পরিকল্পনাটি বাতিল করা হয়েছে।

এ বছরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী পালন করছে বাংলাদেশ। সেই উপলক্ষে এই সিরিজের আয়োজন করেছে বিসিবি। সিরিজে থাকছেন ভারতের অন্যতম পাঁচজন ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।